সেদিন শিলিগুড়ি থেকে বাড়ি ফিরছিলাম || Ami Sedin Shiliguri Theke Firchilam
আমি সেদিন শিলিগুড়ি থেকে বাড়ি ফিরছিলাম। তো এন জে পি স্টেশনে ট্রেন এ উঠে জানালার পাশে সিট টা পেয়ে গিয়ে বসে পড়ে মোবাইল টা বের করে হেড ফোনটা কানে দিয়ে গান শুনছিলাম। আমার সামনের সীটে একজন বয়স্ক ভদ্রলোক বসেছিলেন । ওই কামরায় যাত্রী খুব কমই ছিল । হঠাৎ ট্রেন এ টিটি টিকিট চেক করতে আসতে দেখে বয়স্ক ভদ্র লোকটি বেশ ভয় পেয়ে গেলেন । তাঁর হাবভাব দেখে আমি জিজ্ঞাস করলাম, টিকিট কি কাটা হয় নি আপানার?
ভদ্র লোকটি খুব শান্ত স্বরে বললেন , ট্রেন স্টেশনে ঢুকে যাওয়ায় টিকিট কাটার সময় পাইনি। আর আমার কাছে ফাইন দেওয়ার মতো টাকাও নাই।
অসাধারণ.! অনেক মজা পেলাম,আমার সাইটে ঘুরে আসার জন্য অনুরোধ রইল, আমাদের সাইটে Comment backlink করতে চাইলে,
ReplyDeleteনিচের লিংকে ক্লিক করে ঘুরে আসুন আমাদের সাইটে।
https://mytecbd.com/
,
,