Header Ads

yX Media - Monetize your website traffic with us

ডেল কার্নেগীর জীবনী Biography of Dale Carnegie



ডেল ব্রাকেনরিডজ কার্নেগি জন্ম গ্রহণ করেন আমেরিকাতে। ডেল কার্নেগি ছিলেন একজন আমেরিকান লেখক, অধ্যাপক, ও একাধারে বিখ্যাত আত্বমোন্নয়নমূলক প্রশিক্ষণমালা, সেফ-ইম্প্রুভমেন্ট, সেল্‌সম্যানশিপ, করপরেট ট্রেনিং, পাবলিক স্পিকিং, ও ইন্টার পার্সোনাল স্কিল-এর উদ্ভাবক। তিনি দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি “হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপলস” বইয়ের লেখক (যেটি ১৯৩৬ সালে প্রকাশিত হয়), বইটি আজো প্রচণ্ড জনপ্রিয় এবং বেস্ট সেলারের মর্যাদাতো রয়েছেই। তিনি ১৯৪৮ সালে প্রকাশিত হাউ টু স্টপ অওরিং অ্যান্ড স্টার্ট লিভিং, লিঙ্কন দ্য আননোন এবং আরো অনেক বইয়েরও লেখক।

তাঁর বইয়ের বিশেষত্ব এই যে, নিজের প্রতিক্রিয়ার ভিন্নতার মধ্য দিয়ে, অন্যের ব্যবহারের পরিবর্তন আনা সম্ভব।

1 comment:

  1. This is an amazing article. It was a new experience to read this content. We are from Global Anchors website. Who provides anchor details globally. You all are invited to visit our website. Global Anchors

    ReplyDelete

Powered by Blogger.