Header Ads

yX Media - Monetize your website traffic with us

পরিবার পরিজন সম্পর্কে চাণক্য পণ্ডিত এর ১০ পরামর্শ

পরিবার পরিজন সম্পর্কে চাণক্য পণ্ডিত এর ১০ পরামর্শ 

চাণক্য পণ্ডিত, বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য বিভিন্ন নামে আমরা তাঁকে চিনি। কালে কালে তিনি চাণক্য পণ্ডিত নামেই আমাদের কাছের মানুষ হয়ে উঠেছেন। তিনি প্রাচীন ভারতের একজন বিখ্যাত অর্থনীতিবিদ, দার্শনিক ও রাজ-উপদেষ্টা। তিনি "অর্থশাস্ত্র" নামক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক বিখ্যাত গ্রন্থের রচয়িতা। চাণক্য পণ্ডিতকে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে প্রাচীন ভারতের একজন দিকপাল বলা হয়। প্রায় দুই হাজার বছর ধরে তাঁর তত্ত্বগুলি চিরায়ত অর্থনীতির বিকাশ লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি রাষ্ট্রনীতি, অর্থনীতি এসব বিষয় ছাড়াও পারিবারিক জীবন নিয়ে অসাধারণ তত্ত্ব প্রদান করেছেন। আজ থাকছে পরিবার পরিজন নিয়ে চাণক্য পণ্ডিতের ১০ টি মূল্যবান উক্তি।

No comments

Powered by Blogger.