Header Ads

yX Media - Monetize your website traffic with us

বাংলাদেশের মুক্তিযুদ্ধের অকুতভর শ্রেষ্ঠ যোদ্ধা শহিদ জগৎজ্যোতি দাসের অজানা ইতিহাস।

Jagat Jyoti Das : জগৎজ্যোতি দাস কেন ‘বীরশ্রেষ্ঠ’ থেকে কেন ‘বীর বিক্রম’ হয়ে গেলেন? জগৎজ্যোতি দাস ও ‘বীরশ্রেষ্ঠ’ থেকে তার ‘বীর বিক্রম’ হওয়ার গল্প বাংলাদেশের মুক্তিযুদ্ধের অকুতভর শ্রেষ্ঠ যোদ্ধা শহিদ জগৎজ্যোতি দাসের অজানা ইতিহাস। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য মুজিবনগর সরকার প্রথম ব্যক্তি হিসেবে জগৎজ্যোতিকে মরণোত্তর সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক ‘বীরশ্রেষ্ঠ’ প্রদানের ঘোষণা করে। এর প্রেক্ষিতে ‘স্বাধীনবাংলা বেতার কেন্দ্র’, ‘আকাশবাণী’ তাকে ‘বীরশ্রেষ্ঠ জগৎজ্যোতি দাস’ নামে প্রচার করতে থাকে। পরবর্তীতে, যুদ্ধজয়ী বাংলাদেশে ‘বীরশ্রেষ্ঠ’ খেতাব পরিবর্তন করে তাকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করা হয়। কেন এই খেতাব বদল, তার সুস্পষ্ট কোনো কারণ জানা যায়নি।






No comments

Powered by Blogger.