Mark Zuckerberg সম্পর্কে কিছু অজানা ও অবাক করা তথ্য! ২য় পর্ব
মার্ক যুকারবার্গ একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী ও সফটওয়্যার ডেভেলপার। তার পুরো নাম মার্ক এলিয়ট জাকারবার্গ। যার আসল পরিচিতি হল জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেইসবুক প্রতিষ্ঠাতা হিসেবে। তিনি বর্তমানে ফেইসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রেসিডেন্ট। এই বিখ্যাত ব্যক্তি সম্পর্কে হয়তো আমরা অনেক কমই জানি। আর তাই আজ আমরা জানতে যাচ্ছি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সম্পর্কে কিছু অজানা ও অবাক করা তথ্য।
জাকারবার্গ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার আগেই বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যান। তার এই সিদ্ধান্ত ছিল ফেসবুককে আরো সময় দেয়ার জন্য।
মার্ক জাকারবার্গ হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াকালীন, তার হোস্টেল রুম থেকেই ফেসবুক লাউঞ্চ করেন।
যখন জাকারবার্গ হাই স্কুলে পড়তেন, তখন তিনি একটি মোবাইল এ্যাপ বানান যা কিনা বিখ্যাত কোম্পানি মাইক্রোসফট, AOL এর চোখে পড়ে। তখন ওই কোম্পানিগুলো তার এ্যাপটি কিনে নিতে চায় এবং তাকে চাকুরির অফারও দেয়। কিন্তু তিনি তার কোনটাই গ্রহণ করেননি। এবং ওই এ্যাপটি তিনি ফ্রিতে ইন্টারনেটএ ছড়িয়ে দেন।
তিনি স্কুলে পড়ার সময় মার্ক এর বাবা-মা তার জন্য বাসায় একজন কম্পিউটার শিক্ষক নিয়োগ দেন। কিন্তু কিছুদিন পর ঐ শিক্ষক জানিয়ে দেন যে, তার পক্ষে মার্ক কে পড়ানো খুবই বিব্রতিকর, কারণ মার্ক মাঝে মাঝেই তার শিক্ষক কে ছাড়িয়ে যান।
মার্ক যুকারবার্গ খুবই ছোট বয়স থেকেই কম্পিউটার প্রোগ্রাম তৈরি করা শুরু করেন। তিনি মাত্র ১২ বছর বয়সেই উনার বাবার ডেন্টাল অফিসের জন্য একটি প্রোগ্রাম তৈরি করেন। যার নাম দেন ‘Zucknet’।
মার্ক জুকারবার্গ সবসময় ছাই রঙের একটি টি-শার্টই কেন পরেন?
মার্ক জুকারবার্গ সবসময় ছাই রঙের একটি টি-শার্ট পরে ফেসবুক কার্যালয়ে আসেন। তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তিনি চান না অপ্রয়োজনীয় জিনিস নিয়ে মাথা ঘামিয়ে সময় নষ্ট করতে, যত সময় পান তার সবটাই তিনি ফেসবুক কমিউনিটি তথা পৃথিবীর সবার উন্নতির জন্য ব্যয় করতে চান। তাই তিনি সবসময় একই রঙের টি-শার্ট পরিধান করেন, যাতে কোনদিন কোন রঙের টি-শার্ট পরবেন, তা নিয়ে ভেবে সময় নষ্ট না হয়।
মার্ক এর নিজস্ব বাড়িটি রয়েছে ক্যালিফোর্নিয়ায়। যার বর্তমান মূল্য প্রায় ৬ মিলিয়ন ডলার।
Mark Zuckerberg লাল-সবুজ বর্ণান্ধ। যার ফলে ফেসবুকের থিমও নীল-সাদা রঙের। কারণ তিনি নীল রঙটি ভাল দেখতে পান।
মার্ক প্রতি বছর নতুন করে একটি বড় ‘চ্যালেঞ্জ’ নেন। এবং তা শেষ করেন। যেরকম, ২০১৬ সালের চ্যালেঞ্জটি হল ৩৬৫ দিনে, মোট ৩৬৫ মাইল দৌড়ানো।
জুকারবার্গ তার বাড়িতে কোন TV রাখেন না, এবং ভবিষ্যতে রাখারও কোন ইচ্ছা নেই। কারণ, তিনি সাধারণত কম্পিউটারএ কাজ করেই সময় কাটান।
এই ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে আসে তবে আমাদের পরিশ্রম সার্থক হয়ে উঠবে। সাথে থাকবেন, ভালো থাকবেন। শুভ কামনা নিরন্তর
No comments