কখনও কি ভেবে দেখেছেন কথাগুলো || Popular Motivational vedio Bangla
Bangla Popular Motivational video কখনও কি ভেবে দেখেছেন কথাগুলো Kokhono ki bhebe dekhechen kothagula
কখনও কি ভেবে দেখেছেন কথাগুলো?
প্রিয় মানুষটিকে একটি বারের জন্য
ভালোবাসি কথাটি বলতে কারো কারো
যুগ যুগ পার হয়ে যায়! কেউ কেউ
ভয়, দ্বন্দ্বের সাথে যুদ্ধ করে- বলে ফেলে!
আবার কেউবা নিরবে হেরে যায়।
.
একটি মেয়ে যাকে মন দিতে পারে,
তাকে শরীর দেওয়াটা কিছুই নয়!
তবুও এই শরীরের নেশায় মানুষ মত্ত
হয়ে উঠে! আর খুব গভীরে লুকায়িত
মনটির কথাই সবাই ভুলে যায়...!!
.
কেউ কেউ অপেক্ষায় আজীবন কাটিয়ে দেয়।
অথচ কেউ কেউ মেসেজের রিপ্লে একটু
দেরী হওয়ার জন্যই ছেড়ে চলে যায়! কেউ
তার জীবনের সমস্ত টুকু সময় তার জন্য
বরাদ্ধ করে রাখে! আবার কেউ নতুনের
স্বাদ গ্রহণে পুরোনোকে ফেলে চলে যায়।
.
মানুষ যার কাছ থেকে আশা করে,
তার কাছ থেকেই বেশী অবহেলা পায়।
অথচ কেউ কেউ তাকে দেওয়ার জন্য
অপেক্ষায় বসে থাকে! কিন্ত যে দিতে চায়,
সেদিকে তার কোন লক্ষ্যই থাকে না।
.
মানুষ সবসময় ভালো মানুষেরই ত্রুটি খুঁজে।
সিগারেটের প্যাকেটে লেখা থাকে,
এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
তবুও মানুষ নিঃশব্দে কিনে তা গ্রহন করে।
অথচ একটি আপেলে একটু দাগ আছে কি না,
তার জন্য ফলটিই ক্রয় করেনা!
.
মানুষ তার সমগ্র জীবনে কি পাইনি,
কি আশা পুরন হলোনা, কি অর্জন করতে হবে!
সে হিসেব কষতে কষতেই কাটিয়ে দেয়।
জীবনের অন্তিম মুহূর্তে অপ্রাপ্তিগুলো তাকে
হতাশার চাদরে ঢেকে ফেলে। অথচ
সে জীবনে কতো কিছুই না পেয়েছে! সে তার
সুখ ও সন্তুষ্টির মুহূর্ত গুলোই ভুলে যায়।
.
আমাদের প্রত্যেকের মৃত্যু একদম সুনিশ্চিত!
তবুও মানুষ এমন ভাবে জীবন যাপন করে,
যেনো সে কোনদিন মরবেই নাহ! অথচ
মৃত্যু সময়মত ঠিকই উপস্থিত হয়ে যায়। আর
মানুষ আজীবন মৃত্যুর জন্য অপ্রস্তুতই থেকে যায়।
.
মানুষকে আপনি আপনার সবটুকু দিবেন।
তবুও কি কি দেননি, তা নিয়ে সে আপনাকে
সেই অভিযোগ গুলো জানাবে। অথচ তাকে
দিতে দিতে আপনি স্বয়ং নিস্ব হয়ে গেছেন কিনা
সেদিকে তার বিন্দুমাত্র লক্ষ্য নেই।
.
আমি এই বাস্তবতাগুলো বলছি! আজ কারো
ভালো লেগে সে নাইস, ওয়াও, রাইট লেখে বাহবা
দেবে! অথচ কাল যখন আমার লেখা থাকবেনা,
তখন তারা ভুলে যায়। এটাই প্রমান করে,
মানুষের মন এতোটাই নিম্ন হয়ে গেছে যে,
কাউকে ভালোবেসে বুকে টানতেও সময় লাগেনা,
আবার সামান্য আড়াল কিংবা
সামান্য ভুলে- ছুড়ে ফেলতেও সময় লাগেনা।
.
এই বৈচিত্রময় পৃথিবী আরো বৈচিত্র এই পৃথিবীর
মানুষগুলো! ঈশ্বর যখন সুখ দেয়,
তখন সুখকে উপভোগ করতে ইশ্বরকেই ভুলে যায়।
আবার যখন কষ্ট ও যন্ত্রণা পায়! তখন আবার
সেই ইশ্বরকে বারংবার স্মরণ করে। বলে, হে ঈশ্বর!
এত দুঃখ কেন? অথচ সে সুখে সব ভুলে যায়।
.
লেখকঃ Om Saha
Video: Bright Bangla
প্রসঙ্গঃ বাস্তবতা
.
আশাকরি ভিডিওটি আপনাদের হৃদয়স্পর্শ করতে পারবে এবং আমরা সকলে এইরকম মনোভাব থেকে কিছুটা হলেও বদলাতে পারবো। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনাদের ভালোবাসা পেলে অনুপ্রাণিত হই। আশাকরি পাশে থাকবেন সবসময় 💜
.
ধন্যবাদ।
ভালো থাকবেন।
**BrightBangla YouTube Channel Link:
https://www.youtube.com/c/BrightBangla
FB Page:
https://www.facebook.com/BrightBangla.in/
This Video Link:
https://youtu.be/nQSR7O28q_8
No comments