রিচার্ড ব্র্যানসনের সাফল্যের ১০ সূত্র || Richard Branson's top 10 tips for success
ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা স্যার রিচার্ড চার্লস নিকোলাস ব্রানসন । যুক্তরাজ্যের এই ধনকুবের মাত্র ১৬ বছর বয়সে স্কুল থেকে ড্রপআউট হয়েছিলেন। ডাইস্লেক্সিয়া নামক একটি রোগের কারণে ঠিকমতো পড়তে পারতেন না। এই সীমাবদ্ধতা তাঁকে দমিয়ে রাখতে পারেনি। ১৬ বছর বয়স থেকেই তিনি ব্যবসা শুরু করেন।
বর্তমানে গানের প্রযোজনা থেকে শুরু করে বাণিজ্যিক মহাকাশ ভ্রমণ পর্যন্ত ছড়িয়েছে তাঁর ব্যবসার ব্যাপ্তি।
ব্রাইট বাংলার পক্ষথেকে আজ থাকছে এই মহান ব্যক্তির চোখে সাফল্যের ১০ সূত্র।
No comments